Placeholder canvas
কলকাতা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
সিরিজ জয় ৪-১ ব্যবধানে, ‘বাজবল’কে পিষে দিল ভারতের টিম গেম
অর্পণ ঘোষ Published By:  ওয়েব ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪, ০১:৫২:০৯ পিএম
  • / ২৫ বার খবরটি পড়া হয়েছে
  • ওয়েব ডেস্ক

ইংল্যান্ড: প্রথম ইনিংস- ২১৮ | দ্বিতীয় ইনিংস- ১৯৫

ভারত: প্রথম ইনিংস- ৪৭৭

ধরমশালা: ভারতের মাটিতে ৫ ম্যাচের সিরিজ খেলতে এসে প্রথম টেস্টেই জয়ের স্বাদ পেয়েছিল ইংল্যান্ড। তারপর যেন ‘বাজবল’ নিয়ে মাতামাতি আরও বাড়াবাড়ি পর্যায় চলে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় টেস্ট থেকেই নিজেদের ছন্দে ফেরে টিম ইন্ডিয়া। পুরোপুরি টিম গেমে প্রতিটা সেশন ধরে এগিয়ে দ্বিতীয় টেস্ট, তারপর তৃতীয় টেস্ট এংব রাঁচিতে ডিসাইডের টেস্ট জিতে ৩-১ করে দিয়ে রোহিত ব্রিগেড। আর শেষ টেস্টে ধরমশালায় বাজবল-কে একেবারে মাঠের বাইরে পাঠিয়ে ইনিংস ও ৬৪ রানে ম্যাচ জেতে ভারত। সেই সঙ্গে রোহিতরা সিরিজ জিতল ৪-১ ব্যবধানে।

পুরো টেস্ট সিরিজে ভারতের পরম প্রাপ্তি জসস্বী জসওয়াল। আর ভারত যাঁদরকে নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাবে সেই তারকাদেরও খুঁজে পেয়ে গেল। শুভমন গিল তো আগেই ছিল। সংযোজন হলো সারফরাজ খান, ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কল। আর রজত পাতিদরকে ব্যাক করবেই ভারতের টিম ম্যানেজমেন্ট এটা ধরে নেওয়াই যায়। সেই সঙ্গে পেস অ্যাটাকে তরুন রক্ত বাংলার আকাশ দীপ যেন বল হাতে ফুট ফোটাচ্ছেন। তাই সব মিলিয়ে রাইট ট্র্যাকেই টিম ইন্ডিয়া।

যতই গর্জাও দিনের শেষে মাঠে নেমে পারফর্ম করাটাই আসল। এটা যেন বিশ্ব ক্রিকেটকে আরও একবার বুঝিয়ে দিল টিম ইন্ডিয়া। কোহলি নামক ‘বিরাট’ স্তম্ভ ভারতের ব্যাটিং লাইন আপে না থাকলেও তরুন ব্রিগেড যে একেবারে তৈরি, তা এই সিরিজেই বুঝিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এর আগে কোনও সিরিজে এত ডেবিউ হয়নি। নিঃসন্দেহে জসস্বীর যশ আরও ছড়িয়ে পড়েছে ভারতের ক্রিকেটপ্রেমীদের মনে। সেই সঙ্গে ধোনি জমানার পরবর্তীতে ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহার পর যোগ্য উইকেট কিপার ভারত যাঁকে খুঁজে পেল তাঁর নাম – ধ্রুব জুরেল। আর মিডল অর্ডারে সারফরাজ খান টিমের প্রয়োজনে যে কোনও রূপ ধারন করতে পারেন তা স্পষ্ট হয়ে গিয়েছে। আর পঞ্চম টেস্টে ডেবিউ হওয়া দেবদত্ত পাড়িক্কল নিজের জাত চিনিয়েছেন। বাংলার আকাশ দীপকে নিয়ে নতুন করে কিছু লেখার না থাকলেও, ভবিষ্যতে ভারতীয় পেস অ্যাটাকে তাঁর নাম যে লেখা থাকবে তা নিশ্চিত। মাত্র একটা টেস্টে সুযোগ পেয়ে নিজের পেস অস্ত্র কাহিল করে দিয়েছিল তাবড় ইংল্যান্ড ব্যাটারদের। বিদেশে তাঁর হাতে যে সোনা ফলবে সে আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেটের মালিক অ্যান্ডারসন

আর যদি পঞ্চম টেস্টের কথা বলা যায় তাহলে বলতেই হয় স্মরণীয় হয়ে থাকল অশ্বিনের ১০০তম টেস্ট। প্রথম ইনিংসে ৪ উইকেট আর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে পুরোপুরি মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। আর যোগ্য সঙ্গত দিয়েছেন কুলদ্বীপ আর রবীন্দ্র জাদেজা। কুলদ্বীপ প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে কোমরটাই ভেঙে দিয়েছিল ইংরেজ ব্যাটারদের। মাত্র ২১৮ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। আর ভারতের ইনিংস শেষ হয় ৪৭৭ রানে। রোহিত আর গিলের অসাধারণ সেঞ্চুরিতে চালকের আসন দখল করে নিয়েছিল। সেটা নিশ্চিত করে দিয়েছিল তিন তরুণ জসস্বী জসওয়াল, সারফরাজ খান আর দেবদত্ত পাড়িক্কল।

জবাবে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নেমে ক্রমেই উইকেট হারাতে থাকে। অশ্বিনের ঘূর্ণিতে ৩ উইকেট পড়ে যায়। আর ভয়ঙ্কর হয়েও কুলদ্বীপের উইকেটে ঢোকা বলে এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে ফেরেন জনি বেয়েস্টো। নিজের শততম টেস্টে সেই ভাবে দাগ কাটতে পারেলেন না এই ইংরেজ ব্যাটার। আর লাঞ্চের আগে অধিনায়ক বেন স্টোকসকে প্যাভিলিয়নে ফিরিয়ে ইংরেজ ব্যাটিং লাইনআপের মেরুদণ্ডটাই ভেঙে দিয়ে নিজের জাত আরও একবার চেনালেন ১০০ তম টেস্ট ক্যাপের মালিক রবিচন্দ্রন অশ্বিন। আর লাঞ্চের পরই ফের ৫ উইকেট নিজের দখলে করেন অশ্বিন। বুমরা এবং কুলদ্বীপ ২টো, জাদেজা ১টি উইকেট নিয়েছেন।

দ্বিতীয় ইনিংসে চোটের জন্য মাঠে নামেননি অধিনায়ক রোহিত শর্মা। তাঁর জায়গায় অধিনায়করে ভূমিকায় সহ-অধিনায়ক জসপ্রীত বুমরা। রোহিত পরবর্তী টেস্ট যুগে বুমরা যে যোগ্য অধিনায়ক তার ছাপ দেখা গেল প্রতিটা চে়ঞ্চে। যদিও অধিনায়ক বুমরাতে এখনও অনের পরীক্ষাই দিতে হবে। তবে প্রথম পরীক্ষায় লেটার মার্কস পেয়েই পাস করলেন জসপ্রীস বুমরা।

এই সিরিজ শেষে দুটো প্রশ্ন ভীষণ ভাবে উঠছে-

১) বিরাট কোহলি এবং কেএল রাহুল দলে ফিরলে কারা বাদ পড়বেন?

২) টেস্ট ক্রিকেটে শ্রেয়স আইয়ার আর ঈশান কিসনের ভবিষ্যৎ কী?

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

সোমবার এইসব বিধিনিষেধ মেনে চললে মঙ্গল হবে
সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
দিনহাটায় তৃণমূল প্রার্থীর ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
পার্কস্ট্রিটের রাস্তায় হঠাৎ দেখা গেল কাজলকে!
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
গলায় আই কার্ড, সেলসম্যানের চাকরি দেওয়া হল এক সারমেয়কে
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
ভোট বয়কটের ডাক আখেরীগঞ্জ অঞ্চলের বাসিন্দাদের
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
জেলায়-জেলায় ঝড়বৃষ্টি, বজ্রপাতে মৃত ৪
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
বেলুড়মঠে স্বামী স্মরণানন্দের স্মরণসভা
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
লকেটের গাড়িতে হামলার প্রতিবাদে হুগলিতে বিক্ষোভ বিজেপির
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
জন্মবার্ষিকীতে তিলোত্তমায় ফিরলেন মহানায়িকা
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
সড়কের মাঝে চাপাকল বসানো নিয়ে ব্যাপক শোরগোল
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
বিজেপি নেতারা এনআইএ এসপির বাড়িতে টাকা নিয়ে গিয়েছিল, অভিযোগ তৃণমূলের
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
ভূপতিনগর ঘটনায় এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
লক্ষ্মীর ভান্ডার বিজেপিকে এপ্রিল ফুল করবে, বিস্ফোরক সুজাতা
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
সুস্থ হয়ে উন্মুক্ত আকাশে রাজাভাতখাওয়া জঙ্গলের পাঁচ অতিথি 
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
দাবদাহ কাটিয়ে স্বস্তির বৃষ্টি জেলায় জেলায়
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team