কলকাতা রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ |
K:T:V Clock

World Championship: দুর্দান্ত লড়েও সোনা হাতছাড়া, রুপোর পদক শ্রীকান্তের
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: দীপঙ্কর গুহ
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১, ০৭:৩০:৫০ এম
  • / ৩২১ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দীপঙ্কর গুহ

স্পেনের শহরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ হাসিটি আর হাসতে পারলেন না ভারতের কাদম্বি শ্রীকান্ত। পুরুষদের ফাইনালে ওঠার নজির গড়লেও, সিঙ্গাপুরের কিন ইউয়ের কাছে হেরে গেলেন। সিঙ্গাপুর প্রথমবার এই পর্যায়ে পৌঁছে খেতাব জিতে গোটা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে।

আরও পড়ুন: World Championship: সোনা জয়ের বিরল কৃতিত্বের সামনে শ্রীকান্ত

রবিবসরীয় এই ফাইনালে সিঙ্গাপুরের লো কিন ইউয়ের বিরুদ্ধে ১৫-২১, ২০-২২ গেমে হেরে গেলেন কাদম্বি শ্রীকান্ত। এমন পরাজয়ের পরও তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতীয় তারকা হয়ে । যিনি প্রথম ভারতীয় পুরুষ প্লেয়ার হয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে কোনও ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন প্লেয়ার সোনা জেতেননি। ১৯৮৩ সালে প্রকাশ পাড়ুকোন এবং ২০১৯ সালে বি সাই প্রণীত ব্রোঞ্জ জিতেছিলেন।

সেমিফাইনালে নিজের দেশের লক্ষ্য সেনকে হারিয়ে ফাইনালে পৌঁছানোর পর শ্রীকান্ত সোনা জিতে আনবেন বলে একটা আশার জন্ম হয়েছিল। রবিবার ফাইনালে শ্রীকান্ত যেভাবে শুরু করেছিলেন, তাতে প্রত্যাশার পারদ আরও চড়ে গিয়েছিল। ফাইনালের প্রথম পয়েন্টটি সিঙ্গাপুরের লো জিতলেও পরের তিনটি পয়েন্ট ছিনিয়ে নেন শ্রীকান্ত। একটা সময় ৯-৩ ব্যবধানে এগিয়েও ছিলেন। প্রথম গেমের বিরতির সময় এগিয়ে থাকা শ্রীকান্তের স্কোর ছিল ১১-৭। কিন্তু বিরতির পর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালান লো। পরপর পয়েন্ট জিততে থাকেন লো। পাল্টা চাপে পড়ে যান শ্রীকান্ত। মোট ৮ পয়েন্ট যোগ করে ১৫-১১ তে এগিয়ে যান লো। শেষপর্যন্ত আর সেই ব্যবধান কমাতে পারেননি শ্রীকান্ত। ১৫-২১ পয়েন্টের ব্যবধানে প্রথম গেম হাতছাড়া হয় শ্রীকান্তের। ১-০ তে এগিয়ে যান লো।

দ্বিতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। প্রতিটি পয়েন্টের জন্য জন্য জান বাজি লাগিয়েছিলেন ওঁরা। কেউ – কাউকেই এক ইঞ্চি জমি ছাড়ছিলেন না। তবুও এক পয়েন্টে ( ৩-২, ৫-৪, ৯-৮ ) ব্যবধানে এগিয়ে যাচ্ছিলেন শ্রীকান্ত। তবে ৯-৬ পয়েন্টে যখন তখনই দুটি ভুল করেন তিনি। আর সেটাই হয়ে যায় ম্যাচের টার্নিং পয়েন্ট। আর তাতেই বিরতির সময় এগিয়ে থাকেন লো। ৯-১১ ব্যবধানে পিছিয়ে শ্রীকান্ত দ্বিতীয় গেমের বিরতিতে যান। বিরতির পর দুর্দান্ত কয়েকটি পয়েন্ট পান শ্রীকান্ত। ১৪-১৪ হয়ে যায়। সেই অবস্থায় আবারও পরপর দুই পয়েন্ট ছিনিয়ে নেন শ্রীকান্ত। একটা দুর্দান্ত ক্রস-নেট শট মারেন। সেই লড়াইয়ের রেশ ধরে রেখে ১৮-১৮ ব্যবধানে এগিয়ে চলেন ভারতীয় শ্রীকান্ত। কিন্তু আবারও ম্যাচের লাগাম নিজের হাতে তুলে নেন লো। ২০-১৯ পয়েন্টে এগিয়ে যান।

সেই অবস্থাটিও ম্যাচ পয়েন্ট বাঁচান শ্রীকান্ত। কিন্তু পরের পয়েন্টই জিতে যান লো। আবারও চ্যাম্পিয়নশিপ পয়েন্টে বাঁচানোর লক্ষ্যে থাকলেও একটা ভুল করেন শ্রীকান্ত। শাটল কোর্টের বাইরে যাবে বলে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তা কোর্টের ভিতরেই পড়েছিল । আর তাতেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে নেন লো। দু’মাস আগে এই লোর বিশ্বের রাঙ্কিং ছিল – ৪১। সেই প্লেয়ার বিশ্বের এক নম্বর তারকা কেন্তো মোমোতা, অলিম্পিক্সে সোনাজয়ী ভিক্টর অ্যাক্সেলসেন-সহ প্রথম দশে থাকা ছয় খেলোয়াড়কে হারিয়ে ফাইনালে পৌঁছে ছিলেন তিনি।

এক তারকার জন্ম:

এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ জন্ম দিল এক নুতন তারকার। অবাছাই ছিলেন টুর্নামেন্টে। গোটা টুর্নামেন্টে অপরাজিত রয়ে গেলেন। সিঙ্গাপুরকে প্রথমবার সোনার পদক জেতালেন। লো কিন ইউ টুর্নামেন্টের শুরুতে এখনকার বিশ্ব নম্বর ওয়ানকে হারিয়ে দৌড় শুরু করেন। আর ফাইনালে প্রাক্তন বিশ্ব নম্বর ওয়ানকে হারালেন।

ছবি: সৌ টুইটার

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

সোমবার এইসব বিধিনিষেধ মেনে চললে মঙ্গল হবে
সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
দিনহাটায় তৃণমূল প্রার্থীর ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
পার্কস্ট্রিটের রাস্তায় হঠাৎ দেখা গেল কাজলকে!
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
গলায় আই কার্ড, সেলসম্যানের চাকরি দেওয়া হল এক সারমেয়কে
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
ভোট বয়কটের ডাক আখেরীগঞ্জ অঞ্চলের বাসিন্দাদের
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
জেলায়-জেলায় ঝড়বৃষ্টি, বজ্রপাতে মৃত ৪
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
বেলুড়মঠে স্বামী স্মরণানন্দের স্মরণসভা
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
লকেটের গাড়িতে হামলার প্রতিবাদে হুগলিতে বিক্ষোভ বিজেপির
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
জন্মবার্ষিকীতে তিলোত্তমায় ফিরলেন মহানায়িকা
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
সড়কের মাঝে চাপাকল বসানো নিয়ে ব্যাপক শোরগোল
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
বিজেপি নেতারা এনআইএ এসপির বাড়িতে টাকা নিয়ে গিয়েছিল, অভিযোগ তৃণমূলের
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
ভূপতিনগর ঘটনায় এনআইএ-র বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
লক্ষ্মীর ভান্ডার বিজেপিকে এপ্রিল ফুল করবে, বিস্ফোরক সুজাতা
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
সুস্থ হয়ে উন্মুক্ত আকাশে রাজাভাতখাওয়া জঙ্গলের পাঁচ অতিথি 
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
দাবদাহ কাটিয়ে স্বস্তির বৃষ্টি জেলায় জেলায়
রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team